Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা তথ্য

ডুমুরিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার

 

 

 

এক নজরে ডুমুরিয়া ইউনিয়নে পরিবার পরিকল্পনার সেবা সমূহ:

 

পরিবার পরিকল্পনার সেবা সমূহ:

১। পরিবার পরিকল্পনাসেবা বিনা মূল্যে।

ক. স্থায়ী পদ্ধতি পুরুষ (ভ্যাসেকটমি)

খ. স্থায়ী পদ্ধতি মহিলা (ভ্যাসেকটমি)

গ. ইমপ্লান্ট।

ঘ. আইইউডি।

ঙ. জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন।

চ. খাবার বড়ি।

ছ. কন্ডম (প্রতি পিচ ১০ পয়সা হিসাবে)

মা ও শিশু স্বাস্থ্য সেবা

ক.গর্ভবতী সেবা।

খ. প্রসব সেবা।

গ. প্রসব পরবর্তী সেবা।

ঘ. ০ থেকে ৫ বছরের শিশু সেবা।

*স্থায়ী পদ্ধতি পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে গ্রহিতা প্রতি ২০০০/- (দুই হাজার টাকা) এবং পুরুষদের একটি ও মহিলাদের একটি শাড়ী দেওয়া হয়।

* ইমপ্লান্ট ও আইইউডি গ্রহিতাদের সরকারি বিধি মোতাবেক আর্থিক সহায়তা করা হয়।

 

 

পরিবার পরিকল্পনার সম্মানিত কর্মকর্তা বৃন্দের নামের তালিকা:

. উপজেলা চেয়ারম্যান                                            -সভাপতি

২. উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা                             - সদস্য সচিব।

৩. উপজেলা নির্বাহী অফিসার                                      - সদস্য।

৪. উপজেলা ভাইস চেয়ারম্যান                                      - সদস্য।

৫. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান                               - সদস্য।

৬. উপজেলা কৃষি কর্মকর্তা                                         -সদস্য।

৭. উপজেলা মৎস্য কর্মকর্তা                                        - সদস্য।

৮. উপজেলা  প্রকৌশলী                                           - সদস্য।

৯. শিক্ষা কর্মকর্তা                                                - সদস্য।

১০. ভারপ্রাপ্ত কর্মকর্তা                                            - সদস্য।

১১.  উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা                           - সদস্য।

১২. উপজেলা সমাজ সেবা কর্মকর্তা‌                                 - সদস্য।

১৩. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা                                - সদস্য।

১৪. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা                              - সদস্য।

১৫. উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা                                 - সদস্য।

১৬. উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা                        - সদস্য।

১৭. উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা                                - সদস্য।

১৮. উপজেলা সমবায় কর্মকর্তা                                   - সদস্য।

১৯.  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা                          - সদস্য।

২০. উপজেলা পল্লী দারিদ্রবিমোচন কর্মকর্তা                        - সদস্য।

২১. একটি বে-সরকারি সংস্থার প্রতিনিধি                         - সদস্য।

২২. উপজেলা ইমাম সমিতির সভাপতি                            - সদস্য।

২৩. উপজেলা কাজী সমিতির সভাপতি                           - সদস্য।

২৪. উপজেলা মেডিকেল  অফিসার (এমসিএইচএফপি)              –সদস্য।

২৫. সকল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বৃন্দ                  -সদস্য।

 

http://www.infokosh.bangladesh.gov.bd/list.php?category_id=349